3:57 pm , August 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ পোল্ট্রি শিল্প রক্ষায় জাতীয় কমিটি গঠন করে প্রতিটি জেলায় তদারকির দাবী উঠেছে। এই কমিটি মুরগীর বাচ্চা ও খাবারের দামের উপর ভিত্তি করে ডিম এবং মাংসের দাম নির্ধারণ করবে। সেখানে খামারী কত টাকা পাবে, আড়তদার কত টাকা কমিশন পাবে এবং ভোক্তা কত টাকায় ডিম ও মুরগী কিনতে পারবে সেটা নির্ধারণ করে দেবে জাতীয় কমিটি। ডিম বিক্রি নিয়ে আর কোন হয়রানী হতে চান না পোল্ট্রি খামার মালিকরা। বরিশাল প্রেসক্লাবে রবিবার সকাল ১১টায় পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল বিভাগীয় শাখার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম গাজী এই দাবী জানান। তিনি বলেন, ডিমের দাম সম্প্রতি বেড়ে যাওয়ায় সরকারের বিভিন্ন সংস্থার অনবরত অভিযানের মুখে আড়তদার ও দোকানীরা ডিম কিনতে চান না। এতে খামারগুলোতে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। বাজারে ডিম সরবরাহ বন্ধ হয়ে গেলে পোলট্রি খামারী, পোল্ট্রি ফিড ও পোল্ট্রি ওষুধ বিক্রির দোকানগুলো বন্ধের উপক্রম হয়েছে। একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে বলে আশংকা করেন তিনি।