উজিরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা উজিরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা - ajkerparibartan.com
উজিরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

3:56 pm , August 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥  উজিরপুরে টুম্পা আক্তার (১৭) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।স উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল সংলগ্ন তামিম খানের বাড়ির ভাড়াটিয়া এবং উজিরপুর উপজেলার গাজির পাড়া গ্রামের আবুল হাসানাতের মেয়ে। টুম্পা আক্তার উজিরপুর বি.এন.খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো। স্বজনরা জানান, রোববার দুপুরের খাবার খেয়ে টুম্পা তার রুমে যায়। এরপর পরিবারের সকলের অজান্তে বৈদ?্যু?তিক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই টুম্পার মৃত্যু হয়েছে। তবে আত্মহত্যার কারন জানাতে পারেনি পরিবারের স্বজনরা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT