মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা - ajkerparibartan.com
মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

3:55 pm , August 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥  মোড়কে খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বরিশাল নগরীর ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্্ শোয়াইব মিয়া বলেন, বাজার রোড এবং সারপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সার ও চালের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রিত সার ও চালের বস্তায় দাম লেখা না থাকা এবং একই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করে মুচলেকা আদায় করা হয়।  অভিযানে তার সাথে ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT