জাতীয় কবির প্রয়াণ দিবসে বরিশালে স্মরণায়োজন জাতীয় কবির প্রয়াণ দিবসে বরিশালে স্মরণায়োজন - ajkerparibartan.com
জাতীয় কবির প্রয়াণ দিবসে বরিশালে স্মরণায়োজন

4:01 pm , August 27, 2022

বিশেষ প্রতিবেদক ॥ যদি আর বাঁশি না বাজে- আমি কবি বলে বলছিনে, আপনাদের ভালবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি-আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।” সাম্য-মানবতার কবি, ধর্ম নিরপেক্ষতা ও দ্রোহ-প্রেমের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে হাজির হয়েছেন বরিশালের সাংস্কৃতিক জনেরা। এক মিনিট নিরবতা পালন শেষে ২৭ আগস্ট শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল সাংস্কৃতিক জোটের এই স্মরণায়োজনে প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। ১৯৭৬ সালের এই দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । কবির শেষ ইচ্ছে অনুযায়ী তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায?িত আছেন। প্রতিবছর এই দিনে কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমরা সমবেত হই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির সমাধিতে কিম্বা বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে চলে শ্রদ্ধা নিবেদনের নানান আয়োজন । এরই ধারাবাহিকতায় বরিশালে নজরুল সাংস্কৃতিক জোট নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করে। সংগঠনের সভাপতি পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপনের তত্বাবধানে ঝুমু কর্মকার এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরিচালক অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT