বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তিরা -এ্যাড. ইউনুস বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তিরা -এ্যাড. ইউনুস - ajkerparibartan.com
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তিরা -এ্যাড. ইউনুস

3:27 pm , August 26, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে স্ব পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণের জন্য মনোনিবেশ করেন। তারই ধারাবাহিকতায় বার বার সরকার গঠন করে দেশে আজ সমানতালে গ্রাম ও শহরাঞ্চলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে এখনই সকল নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করার আহবান জানান তালুকদার মোঃ ইউনুস। শুক্রবার বিকেলে ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালিউর রহমান লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ফাইয়াজুল হক রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী। ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ শাহাদাত হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য সুখেন্দু শেখরবৈদ্য, উজিরপুর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি তাপস রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন হিমু সহ উপজেলা ও ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব, কৃষকনেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত,শিশু শেখ রাসেল, সুকান্ত বাবু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT