গৌরনদীতে বেপরোয়া পরিবহন চালককে পেটালো ইউপি চেয়ারম্যান গৌরনদীতে বেপরোয়া পরিবহন চালককে পেটালো ইউপি চেয়ারম্যান - ajkerparibartan.com
গৌরনদীতে বেপরোয়া পরিবহন চালককে পেটালো ইউপি চেয়ারম্যান

3:52 pm , August 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বেপরোয়াগতিতে প্রাইভেটকারকে ওভারটেক করায় সাকুরা পরিবহনের এক চালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই কারের যাত্রী এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত পৌনে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে। হামলার শিকার সাকুরা পরিবহনের চালক জুয়েল হাওলাদার (৩৫) অভিযোগ করে বলেন, বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে গৌরনদীর মাহিলাড়া এলাকায় একটি প্রাইভেটকারকে ওভারটেক করি। ওই প্রাইভেটকারটি পরিবহনের পেছনে গৌরনদী বাসষ্ট্যান্ডে আসে। পরে প্রাইভেটকার থেকে কয়েকজন লোক নেমে আমাকে গাড়ির মধ্য থেকে নামিয়ে এলোপাথারীভাবে মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হামলাকারী ওই ব্যক্তির নাম শফিকুল হোসেন টিটু। সে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হামলায় আহত সাকুরার চালক জুয়েল আরও বলেন, প্রাইভেটকারটি ওভারটেক করার সময় আমি কোন ভুল করিনি। তারপরেও ইউপি চেয়ারম্যান ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাকে বেধমভাবে মারধর করেছে। এ ঘটনায় আমি গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। তবে সাকুরা পরিবহনের ওই চালককে মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, বেপরোয়াগতিতে ওভারটেক করার সময় অল্পেরজন্য আমাদের বহনকারী প্রাইভেটকারটি বড়ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। তাই গৌরনদী বাসষ্ট্যান্ডে এসে চালককে শাসানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT