3:33 pm , August 24, 2022
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়ায় অবৈধ ভাবে প্রকৃত মালিকের সম্পত্তি উপজেলার মসজিদবাড়ি স্কুল অ্যান্ড কলেজের কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সম্প্রতি বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ওই জমির প্রকৃত মালিকের ওয়ারিশ আ. খালেক সরদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে মসজিবাড়ি স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান তোতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ফিরোজকে বিবাদী করা হয়েছে । এছাড়া বরিশালের বানারীপাড়া সহকারি জজ আদালতে আ. খালেক সরদার বাদী হয়ে এ বিষয়ে তিনি আরো একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ও মসজিবাড়ি স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান তোতা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ফিরোজ, জমির বিক্রেতা আবু হানিফ মোল্লা, আব্দুস সাত্তার মোল্লা, মিনারা বেগম ও মমতাজ বেগম, বরিশালের জেলা প্রশাসক, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সৈয়দকাঠি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা সহ২০ জনকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে মসজিদবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ফিরোজ বলেন, আমাদের প্রতিষ্ঠানের উন্নয়নে একটি সাক্লোন সেল্টার সরকারি বরাদ্ধে নির্মানের জন্য কাগজপত্র দেখে প্রতিষ্ঠানের নামে ৫০ শতক সম্পত্তি ক্রয় করি। এখন অন্য কেউ মালিকানা প্রমান করতে পারলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে মসজিদবাড়ি স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান তোতা রাষ্ট্রীয় কাজে কানাডায় থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।