হিজলার মেঘনা নদীতে সাড়ে তিন হাজার বস্তা চিনি বোঝাই ট্রলার ডুবি হিজলার মেঘনা নদীতে সাড়ে তিন হাজার বস্তা চিনি বোঝাই ট্রলার ডুবি - ajkerparibartan.com
হিজলার মেঘনা নদীতে সাড়ে তিন হাজার বস্তা চিনি বোঝাই ট্রলার ডুবি

3:30 pm , August 10, 2022

সেলিম রাঢ়ী, হিজলা ॥ মেঘনা নদীতে একটি চিনি বোঝাই ট্রলার ডুবে গেছে। বুধবার সকাল ১০টায় নদীর হিজলা উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন। তিনি জানান, এমভি ফারহান-ফাহিম নামের মাঝারী মানের একটি ট্রলার নারায়নগঞ্জের সোনারগাও থেকে ফ্রেস কোম্পানীর ৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দেয়। নদীতে পানি বেড়ে যাওয়ায় ট্রলার চালক ডুবোচর খেয়াল করেনি। ট্রলারটি একটি ডুবোচরে উঠিয়ে দেয়। এতে ট্রলারটির তলা ফেটে কাত হয়ে পড়ে। নদীতে প্রচন্ড বাতাস ও টেউর আঘাতে কাত হওয়া ট্রলারে পানি ঢুকে ডুবতে থাকে। তখন টহলরত নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা পাঁচ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। পরিদর্শক বিকাশ চন্দ্র দে আরো জানান, স্থানীয় জেলে নৌকা ডেকে এনে ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি ৩ হাজার ৪২০ বস্তাসহ ট্রলারটি ডুবে গেছে। পরিদর্শক বলেন, ওই চিনি ভোলার হোসেন ট্রেডার্স’র। তারা ঘটনাস্থলে এসেছে। ট্রলার উদ্ধারের চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT