3:44 pm , August 6, 2022

বিশেষ প্রতিবেদক ॥ দেশের বিভিন্ন জেলা থেকে রেলওয়ের সহকারী মাষ্টার পদে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশে বাধা এবং দুজনকে আটক করে রাখার অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের মারধর করারও অভিযোগ করেছেন মডেল স্কুলের সামনে অবস্থানরত ১০/১২ জন পরীক্ষার্থী। যদিও এ অভিযোগের সত্যতা মেলেনি। ৬ জুলাই শনিবার সারাদেশে রেলওয়ের চাকুরির জন্য লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল সাড়ে ৩টায়। এরই ধারাবাহিকতায় বরিশালের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের ওয়েব সাইটের মাধ্যমে তিনটার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ প্রবেশপত্র বা তাদের সংগ্রহীত নীতিমালায় শুধু পরীক্ষার সময় সাড়ে তিনটা উল্লেখ আছে। মডেল স্কুলে ৩টা ২৪ মিনিটে পৌঁছেও শিক্ষার্থীরা প্রবেশ করতে পারেননি বলে একযোগে অভিযোগ করেন সবাই। এসময় ঢাকার তিনজন মহিলা পরীক্ষার্থীসহ আমিনুল ইসলাম ও বরিশালের সুমন আরো জানান, আজ সারাদেশে পরিবহন সংকট চলছে তা কি এখানের কর্তৃপক্ষ জানেন না? আমরা তারপরও তড়িঘড়ি করে ছুটে এসেছি। সাড়ে তিনটার আগে পৌঁছেছি। অথচ আমাদের প্রবেশ করতে দেয়া হয়নি এবং আমাদের সাথে খারাপ আচরণ করেছেন পুলিশ। তারা আমাদের দুজন সহকর্মীকে ধরে ভিতরে নিয়ে গেছেন। প্রবেশপথে দায়িত্বরত পুলিশ সদস্য মাহবুবুর জানালেন, আমরা ম্যাজিস্ট্রেটের নির্দেশ পালন করেছি। দুজন ভিতরে আটক আছে। পরীক্ষা শেষ হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে শুনেছি।