3:42 pm , August 6, 2022

নিজস্ব প্রতিবেদক বভ জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে মহানগর বিএনপি আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এড়িয়ে নগরীতে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে। এ সময় মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক। বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ জ¦ালানী তেলের দাম বৃদ্ধি করে সরকার সাধারন মানুষের গলায় ছুরি ধরেছে। তাই সরকারের পতন না করা পর্যন্ত মহানগর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিজ নিজ স্থানে থেকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন, যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ, আহবায়ক কমিটির সদস্য সাবেক বিসিসি কাউন্সিলর আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিনসহ মহানগর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ অংশ গ্রহনের পাশাপাশি সাধারন মানুষও মিছিলে অংশ নিতে প্রথমবারের মত দেখা যায়।