গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে রড চুরির মামলা গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে রড চুরির মামলা - ajkerparibartan.com
গৌরনদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে রড চুরির মামলা

3:26 pm , August 6, 2022

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে এক ঠিকাদারের বাসভবনের সামনে স্থানে স্তুপ করে রাখা প্রায় তিনটন রড উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ওরফে সুলভ রাতের আধাঁরে ৪/৫ জন সহযোগীদের নিয়ে চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার ঠিকাদার মোঃ সেলিম সেরনিয়াবাত বাদি হয়ে ইউপি সদস্যকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ইউপি সদস্যর বাড়ির পাশে নির্মানাধীন একটি প্রকল্প স্থানে অভিযান চালিয়ে আংশিক চোরাই রড উদ্ধার করেছে। বরিশাল এলজিইডি ও ফ্যাসিলিটিজের প্রথম শ্রেনীর ঠিকাদার মোঃ সেলিম সেরনিয়াবাত (৪৫) অভিযোগ করে বলেন, গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামস্থ আমার বাস ভবনের সামনে আমি প্রায় ৮ টন রড স্তুপ করে রাখি। ওই রডের মধ্য থেকে গত ২ আগস্ট দিবাগত রাতে প্রায় তিন টন রড চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরেরদিন ভোর থেকে অনেক খোঁজাখুজি করা শুরু হয়। গত ৫ আগস্ট ইউপি সদস্য মেহেদী হাসানের বাড়ির পাশে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানাধীন কাজের প্রকল্প স্থানে চোরাই রডের সন্ধান পাই। সেখানে গিয়ে চোরাই রড শনাক্ত করার পর চাঁদশী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান ওরফে সুলভ ওই রড তার ক্রয় করা বলে দাবি করেন। এ সময় আমি (ঠিকাদার সেলিম সেরনিয়াবাত) মেম্বর সুলভের কাছে রড ক্রয়ের মেমো কিংবা কোন দোকান থেকে ক্রয় করেছে জানতে চাই। এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে ইউপি সদস্য মেহেদী হাসান তার সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমার গাড়ির ড্রাইভার সৈয়দ জাফরকে (৩৫) মারধর করে জখম করেছে। আমি হামলার প্রতিবাদ করলে আমাকেও লাঞ্চিত করেছে। পরে গৌরনদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রন করে চোরাই রড উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে যান। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চাঁদশী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান ওরফে সুলভ তার ক্রয়কৃত রড দাবি করে বলেন, ওই রড আমি ক্রয় করেছি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য চুরির অভিযোগ করা হয়েছে। তবে তিনি রড ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে পারেননি। রড উদ্ধারের কথা স্বীকার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুশান্ত কুমার। গৌরনদী মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শনিবার ঠিকাদার মোঃ সেলিম সেরনিয়াবাত বাদি হয়ে ইউপি সদস্যকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT