3:28 pm , August 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের জন্মদিন শ্রদ্ধায় পালন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিসিসির কাউন্সিলরদের সাথে নিয়ে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান। এছাড়া মেয়র মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া জেলা আওয়ামীলীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।