বোরহানউদ্দিনে মোবাইল চুরির অপরাধে বিষপানে গৃহকর্মীর আত্মহত্যা বোরহানউদ্দিনে মোবাইল চুরির অপরাধে বিষপানে গৃহকর্মীর আত্মহত্যা - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে মোবাইল চুরির অপরাধে বিষপানে গৃহকর্মীর আত্মহত্যা

3:19 pm , August 5, 2022

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হাজী জসিম মিয়ার বাসার গৃহকর্মী জান্নাত (২০) বিষপানে আত্মহত্যা করেছে। একই বাড়ির ভাড়াটিয়া রহিজল আমিন গত ২৯ জুলাই মোবাইল চুরির অপবাদ দেয় গৃহকর্মী জান্নাতকে। চুরির অপবাদ দেওয়ায় গত ১ আগষ্ট বিকালে বিষপান করে ওই গৃহকর্মী। পরে তাকে লালমোহন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক। তার চিকিৎসার উন্নতি না হলে ভোলা সদর হাসপাতাল থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কতব্যরত চিকিৎসক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সেখানে পোস্টমর্টেম করে তার লাশ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়। ওই গৃহকর্মীর স্বামী সজিব জানান, আমার স্ত্রী জান্নাতকে মোবাইল চুরির অপবাদ দেয় ভাড়াটিয়া রহিজল আমিন। পরে অভিমান করে বিষপান করে জান্নাত। বরিশাল চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় জান্নাতের। রহিজল আমিনের বিচার চায় তার স্বামী। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, মোবাইল চুরির অপবাদে বিষপান করেছে । বরিশাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পোস্টমর্টেম করা হয়েছে। বরিশাল কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT