3:50 pm , August 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা থেকে ১ হাজার ৬৯২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। বুধবার দিনগত রাতে অভিযান করা হয় বলে র্যাবের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানিয়েছেন। আটক ফারুক হোসেন খান (৫০) গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের সিংগা এলাকার প্রয়াত ফয়জর আলী খানের ছেলে।
সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর চন্দ্রহার বাজার এলাকায় অভিযান করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ফারুককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৬৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক আরো বলেন, এ ঘটনায় র্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) এনামুল হক বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছে। মামলায় একমাত্র ফারুককে আসামী করা হয়েছে।