3:47 pm , August 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সাংবাদিক এম জহিরের পিতা আব্দুল কাদের হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নগরীর ৩ নং ওয়ার্ডের হোসনাবাদ নিজ বাড়িতে শেষ ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর হোসনাবাদ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ফারুক, ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মোঃ মজিবর মৃধা, সাধারন সম্পাদক জাহাঙ্গীরসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়ীতে ছুটে যান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবুল, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য এম মোফাজ্জেল, সাংবাদিক সাইফুর রহমান মিরন, এম মিরাজ হোসাইন, গোপাল সরকার, জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।