মুলাদীর খাল থেকে অজ্ঞাত দুই চোখ উপড়ানো ও কুপিয়ে জখম নারীর লাশ উদ্ধার মুলাদীর খাল থেকে অজ্ঞাত দুই চোখ উপড়ানো ও কুপিয়ে জখম নারীর লাশ উদ্ধার - ajkerparibartan.com
মুলাদীর খাল থেকে অজ্ঞাত দুই চোখ উপড়ানো ও কুপিয়ে জখম নারীর লাশ উদ্ধার

3:41 pm , August 4, 2022

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী উপজেলায় খাল থেকে অজ্ঞাতনারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ খাল থেকে লাশ উদ্ধার করা হয় বলে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানিয়েছেন। তিনি জানান, স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে খবর দেয়। তারা গিয়ে  বোরকা পরিহিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছেন। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। লাশের ধরন দেখে মনে হচ্ছে দুই তিন দিন পূর্বে মারা গেছে। নারীর দুই চোখ উপড়ানো, মাথায়, ঘাড়ে ও মুখমন্ডলে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে। হত্যার পর লাশ খালে ফেলা হয়েছে।
ওসি বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা দেয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।  লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT