4:02 pm , August 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হচ্ছে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। প্রজ্ঞাপনে বরিশাল জেলার নতুন পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএমকে। তিনি ঢাকা মেট্টোপলিটন পুলিশের তেজগাও বিভাগের গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল হক টুটুলকে ঝালকাঠি জেলা পুলিশ সুপার, ঢাকার বিশেষ শাখার এসপি আবদুস ছালামকে বরগুনা এবং ঢাকা মেট্টোপলিটন পুলিশের ওয়ারী জোনের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিমনার মোঃ সাইদুল ইসলামকে (বিপিএম সেবা) পটুয়াখালীর এসপি হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। অন্যদিকে অপর এক প্রজ্ঞাপনে বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে রাজশাহী আরআরএফ এর এসপি এবং ঝালকাঠির এসপি ফাতিয়া ইয়াসনিকে ঢাকা সিআইডির এসপি হিসাবে বদলী করা হয়েছে। এছাড়া এর আগে জুলাই মাসে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদান করে বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেনকে র্যাব এর অধিনায়ক এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি পদে বদলী করা হয়।
এক আদেশে বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগ দেওয়া হলো।