3:40 pm , August 3, 2022

বিশেষ প্রতিবেদক ॥ পশ্চিম বঙ্গের কবিদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল কবি ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা। ২ আগষ্ট অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডার সংবাদ ফেসবুকের মাধ্যমে জানা গেল ৩ আগষ্ট। কবি অপূর্ব গৌতম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন – গতকাল আমরা সাহিত্য আড্ডায় মেতেছিলাম অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে। প্রগতি লেখক সংঘ ও জাতীয় কবিতা পরিষদ এ আ্ড্ডার আয়োজন করে। পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বরুন চক্রবর্তী, বিধানেন্দু পুরকাইত, দিলীপ কুমার প্রামাণিক, অরবিন্দ সরকার। ঢাকা থেকে এসেছেন প্রকাশক ও কবি অর্ণব আশিক এবং আরিফ নজরুল। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে জমজমাট আড্ডা। তবে সাংস্কৃতিক কর্মী ও নাট্যকর্মীদের অংশগ্রহণ ছিলো কিছুটা। এরকম আড্ডাকে আরও প্রাণবন্ত করার জন্য বেশি বেশি আয়োজন হওয়া প্রয়োজন উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রগতি লেখক সংঘের বরিশাল সভাপতি অপূর্ব গৌতম। উপস্থিত ছিলেন বরিশালের ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী, তপঙ্কর চক্রবর্তী, শুভঙ্কর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, টুনু কর্মকার ও শোভন কর্মকার প্রমূখ।