চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন, শিক্ষক আটক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন, শিক্ষক আটক - ajkerparibartan.com
চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন, শিক্ষক আটক

3:20 pm , August 2, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা ও সচিব রুহুল  আমিনের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন করায় ওই ইউনিয়নের আউয়ার এসইউ প্রি ক্যাডেট বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেনকে (৩০) পুলিশে দিয়েছে জনতা।  গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মসজিদবাড়ী গ্রামের সাবিনা নামে এক নারী ইউনিয়ন পরিষদে পরিচয়পত্র নিতে আসেন। ওই নারীর জন্মনিবন্ধনে সীল ও স্বাক্ষর দেখে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধিদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে নারী জানান, প্রতিবেশী আউয়ার এসইউ প্রি ক্যাডেট বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেনকে গত কয়েক মাস আগে জন্মনিবন্ধন করার জন্য বললে তিনি ইউনিয়ন পরিষদে তার নিজস্ব লোক দিয়ে  আমার কাছ থেকে ৩শ টাকা নেয়। পরবর্তীতে ৫ জুন জন্মনিবন্ধন ইউনিয়ন পরিষদ থেকে এনে আমাকে দেয়। এবিষয়ে আটক হওয়া সাখাওয়াত হোসেন জন্মনিবন্ধনে স্বাক্ষর জাল করার কথা স্বীকার করে বলেন, আমি চেয়ারম্যানের স্বাক্ষর নকল করেছি। কিন্তু চেয়ারম্যানের সীল ও সচিব রুহুল আমিনের স্বাক্ষর জাল করে স্বাক্ষর দিয়েছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা বলেন, আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে জড়িত  থাকতে পারে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে বিষয়টি জানানো হয়েছে। অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করা হলে তিনি লবনসারা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ অফিসারসহ টিম পাঠিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT