3:41 pm , August 1, 2022

পরিবর্তন ডেস্ক ॥ ভোলায় বিএনপির সঙ্গে সংঘর্ষে ঘটনায় পৃথক পৃথক ভাবে সাংবাদিক সম্মেলন ও পুলিশ দুটি মামলা দায়ের করেছে। বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর সাংবাদিকদের সম্মেলনে অভিযোগ করেন বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে পুলিশ অতর্কিত টিয়ার গ্যাস ও শর্টগান দিয়ে গুলি করে, এতে রহিম নামে যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত এবং ছাত্র দলের সভাপতি নূরে আলম সহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীরা আহত হয়েছে। এদিকে সোমবার দুপুরে গোরস্থান জামে মসজিদের সামনে তার জানাজা শেষে দঃদিঘলদী গ্রামের বাড়িতে বিকেলে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অপরদিকে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সমাবেশ শেষে মিছিলের অনুমতি ছিল না এবং ঐ কর্মীর কিভাবে মৃত্যু হয়েছে তা জানা নেই তবে চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিএনপির বিক্ষোভ মিছিল সহ সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক সহ ৭৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও পরিস্থিতি শান্ত রয়েছে।