4:01 pm , July 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ছিনতাইকারীদেও নিরাপদ স্থান এখন কাউনিয়া ব্রাঞ্চ রোড। কাউনিয়া থানার পুলিশের নিয়মিত টহলদারি না থাকাই ছিনতাই কারীদের পোয়াবার অবস্থান। গত ১৫ দিনে এলাকায় ৬টি ছিনতাই ঘটনা ঘটেছে। বিশেষ করে কাউনিয়া ব্রাঞ্চ রোডে শের-বাংলা নাইট স্কুল থেকে মাতৃমন্দির প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকায় এ সব ছিনতাই ঘটনা ঘটছে। এই এলাকায় ৬/৭টি গলি রয়েছে। ছিনতাইকারীরা ছিনতাই কারীরা ছিনতাই শেষে বিভিন্ন গলিতে ঢুকে পালিয়ে যায়। ছিনতাই ঘটনা ঘটে বেশির ভাগ ভোর রাতে। লঞ্চ বাস যাত্রীদের টার্গেট করে। কখনো চাকু বা ছোট ধারালো বটি ব্যবহার করে লোকজনকে আতঙ্কিত করে টাকা পয়সা, মোবাইল সেট ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এলাকায় ৪/৫কিশোর যুবক এ কাজে লিপ্ত থাকে। এলাকাবাসীর দাবি কাউনিয়া থানা পুলিশ টহল জোরদার করলে ঐ ছিনতাই কারীদের আটক করা সম্ভব। পাশাপাশি এলাকাবাসীর দাবি সাদা পোষাকে পুলিশও এলাকায় টহল দিলে ছিনতাই কারীদের আটক করা সম্ভব।