3:48 pm , July 30, 2022

আরিফ সুমন, কুয়াকাটা ॥ বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন সোনার চরের একই স্থানে ২৬ টি মাছ ধরার ট্রলারে ডাকাতি অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টার দিকে সোনাচর সংলগ্ন গভীর সাগরের ছয়বামে (৬০ নটিক্যামাইল) এলাকায় ২৬ টি ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতি শেষে ৯ জেলেসহ এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাত দল। পরবর্তিতে ডুবিয়ে দেয়া ট্রলারের ৯ জেলেকে উদ্ধার করে গতকাল রাতেই মৎস্য বন্দরে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজা।
ডাকাতির শিকার হওয়া জেলেরা জানান, ২২ থেকে ২৩ সদস্যের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে হামলা চালিয়ে মাছ সহ সকল মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরে ট্রলারটি ডুবিয়ে দেয়। এ সময় তারা আর বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। পরে রাত দশটার দিকে মা বাবার দোয়া নামের ট্রলারটি উদ্ধার করে।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আরিফ বলেন, ডাকাতির ঘটনা শোনার পর আমাদের টহল জোরদার করা হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিষয়টি আমরা খোজ খবর নিয়ে দেখছি।