3:42 pm , July 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস শ্লোগান নিয়ে বরিশাল নগরীতে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ হয়। ঘন্টাব্যাপী প্রতিবাদী এই কর্মসূচির আয়োজন করে বরিশালের প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীন আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কেএস মহিউদ্দিন মানিক বীর প্রতীক, কাজল ঘোষ, সাইফুর রহমান মিরন প্রমুখ। সংগঠক শুভঙ্কর চক্রবর্তী বলেন, দেশে অব্যাহত শিক্ষক নির্যাতন-নিপীড়ন-হত্যা আর পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। এর থেকে রেহাই পেতে প্রগতিশীল এবং সাংস্কৃতিবান মানুষদের এগিয়ে আসতে হবে। তা না হলে সুযোগ সন্ধানীরা একের পর এক ঘটনা ঘটাতে থাকবে। এজন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি রাষ্ট্রের কাছে আমরা দাবী করছি প্রতিটি ঘটনার উপযুক্ত বিচারের।