4:05 pm , July 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দুই দিনের ব্যস্ত সফরে বরিশাল আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। সড়ক পথে আজ শনিবার সন্ধ্যায় বরিশাল এসে সাকির্ট হাউজে অবস্থান করবেন তিনি।
পর দিন রবিবার সকাল ৯ টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় পরিদর্শন শেষে সকাল ১০ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম করবেন তিনি।
এর পর বেলা ১২ টায় সিভিল সার্জন কার্যালয় এবং বিকেল ৩ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
পর দিন সোমবার সকাল ৯ টায় আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরির্দশন, সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় এবং বেলা ১২ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করবেন তিনি।
বিকেলে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে এসেনসিয়াল ড্রাগসের তৃতীয় শাখা পরিদর্শন করবেন। পরে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।