4:05 pm , July 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শুক্রবার বিকেলে তানসেন সংগীত বিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তানসেন সংগীত বিদ্যালয়ের সভাপতি প্রিয় লাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কেএস মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সংগঠনের উপদেষ্টা দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জিব কর্মকার প্রমূখ। সভায় প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়া প্রধান অতিথি সংগঠনের স্থায়ী অফিসের জন্য জায়গা বরাদ্দ এবং এক লক্ষ টাকার অনুদান ঘোষণা দেন।