3:35 pm , July 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর বিএনপির সাংগঠনিক টিম-৫ এর উদ্যোগে ২৬নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে গতকাল এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সাইফুল আনাম বিপু ও জাহিদুর রহমান রিপন। আরো উপস্থিত ছিলেন সদস্য আবদুল হালিম মৃধা, সেলিনা বেগম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম, সঞ্চালনায় ছিলেন শেখ হুমায়ন কবির মাসুদ।