3:15 pm , July 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মামলা দায়ের শেষে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বৃহষ্পতিবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, মাদক বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশ বুধবার রাতে গৌরনদীর কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আলামিন ঘরামী ও ইমরান ঘরামীকে দুইশ’ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। এদিকে ৫ বোতল ফেন্সিডিলসহ বরিশালের এক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন বান্দরোড এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।
এরমধ্যে মোঃ জুয়েল হাওলাদার (৩০) কাউনিয়া প্রথম গলির বাঁশতলা এলাকার বাসিন্দা এবং মোঃ আলাউদ্দিন আল আজাদ (৪২) নগরীর রুপাতলী চান্দু মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের কেক তৈরি ও বিক্রির একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
অপর এক অভিযানে রুইয়ার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শামীম হাওলাদার ওরফে সৈকত হোসেন (২৪)কে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক শামীম হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের আদাখোলা এলাকার হাওলাদার বাড়ির বেলায়েত হাওলাদারের ছেলেও বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ।