4:04 pm , July 27, 2022

বিশেষ প্রতিবেদক ॥ জেলা প্রশাসনের মাধ্যমে উন্নয়ন সংস্থার শিক্ষাবৃত্তি পেয়েছে বরিশালের ১৩ জন শিক্ষার্থী। ২৭ জুলাই বুধবার দুপুরে বরিশালের সার্কিট হাউসে আইসিডিএ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এতে জেলার বিভিন্ন উপজেলার ১৩ জন্য শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়। শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছড়াবে নতুন আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে সম্ভাবনাময় স্বপ্ন পুরনে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ) এর আয়োজনে ও বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তির্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং এতে সভাপতিত্ব করেন আইসিডিএর নির্বাহী পরিচালক, মিসেস সালমা খান। আরো উপস্থিত ছিলেন আইসিডিএর উপদেষ্টা আনোয়ার জাহিদ, সাংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তীসহ মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।