3:51 pm , July 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ভাঙা-বরিশাল-পায়রা বন্দর রেললাইন স্থাপনের আওতাধীন জমি-বাড়ী ও স্থাপনার মালিকরা অবিলম্বে প্রকল্প বাস্তবায়ন করে তাদের অনিশ্চিয়তা ও শঙ্কা দূরীকরণের জন্য জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে এই স্মারক লিপি প্রদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দেওয়ান আবদুর রশিদ নীলু, মোঃ হারুন বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন, মোঃ মকবুল হোসেন, মোঃ আকিউর রহমান লিমন, মোঃ জাকির শরীফ, মোঃ মোফাজ্জল সিকদার, মোঃ জাহিদুর ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ আরিফুর রহমান মিরাজ, মোসাঃ ইয়াসমিন সুলতানা, মোঃ মামুন, সাকিবুল ইসলাম সাফিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন রাজা, বিএম তৌফিক ইসলাম, মোঃ ইদ্রিস হোসেন, কাজী আমিনুল ইসলাম, মোঃ খোকন হাং প্রমুখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “পদ্মাসেতু হয়ে ভাঙ্গা-বরিশাল-পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেললাইন নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে জরিপ চালানো হয় গত ২০১৮ সালে। উক্ত জরিপে ঘরের পরিমাপ,ছবি তোলা, বাড়ীর গাছের হিসাব নিকাশ করার পরে প্রতিটি ঘরে একটি নাম্বার দেওয়া হয়। ঐ সময়ের পর থেকে আমরা বরিশালে রেললাইন নির্মানের অপেক্ষায় দিন গুনছি। কিন্তু প্রায় ৪ বছর পার হওয়ার পরেও আমরা প্রস্তাবিত রেললাইন স্থাপনের সঠিক কোন সিদ্ধান্ত পাচ্ছি না। ফলে আমাদের বাড়ী ঘরের সংস্কার, জমি বিক্রি বা কোন রকম উন্নয়নমূলক কাজ করতে পারছি না।” প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে দক্ষিণ অঞ্চলে রেললাইন স্থাপন হোক তা যেমন চাই তেমনি ভাবে গত ৪ বছর যাবত ভুক্তভোগীরা যে ভোগান্তির মধ্যে আছি তারও সমাধান কামান করি। আমরা বিশ্বাস করি আপনি ব্যাতিত অন্য কেহ আমাদেরকে এই ভোগান্তির হাত থেকে উদ্ধার করতে পারবে না। তাই যথাশীঘ্র সম্ভব ভাঙ্গা-বরিশাল- পায়রা বন্দর রেললাইন স্থাপনের একটি সঠিক ঘোষনা দিয়ে ভুক্তভোগী পরিবারগুলোকে এই অনিশ্চিত অপেক্ষার হাত থেকে মুক্তি দিবেন।