3:28 pm , July 24, 2022

পরিবর্তন ডেস্ক ॥ শনিবার রাতে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগন কমিটিকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল নেতা কর্মীরা কমিটি ঘোষনার পরপরই মধ্য রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনের সামনে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। এদিকে নতুন কমিটি উপহার দেয়ায় আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক রইজ আহমেদ মান্না, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলের নেতৃত্বে গতকাল বিকেলে নগরীতে এক আনন্দ মিছিল বের হয়। কমিটির অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক কর্মীদের অংশগ্রহনে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া বেলা ১২ টায় সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বৃষ্টি উপেক্ষা করে কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কলেজ গ্রন্থাগারের সামনে থেকে শুরু করে বিভিন্ন স্থান ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ সাধারন শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।