3:50 pm , July 21, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কর্নেল তাহেরের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা বাংলাদেশ জাসদ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাসদ নেতা গৌরাঙ্গ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ও দৈনিক সাহসী বার্তার প্রধান সম্পাদক সুপ্রিম কোর্ট এর আইনজীবী এ্যাড. আনিচুজ্জামান আনিচ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কর্নেল তাহের গণগন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। গণতন্ত্রের জন্য তিনি কারো সাথে কোন কিছুর বিনিময়ে আপোষ করেননি। কর্নেল তাহের যে আদর্শ নিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছিলেন, তার উত্তরসূরী হিসেবে বাংলাদেশ জাসদ গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তিনি বলেন, দেশে এখন কোন গণতন্ত্র নেই। নেই মানুষের ভোটাধিকার। তাই অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যতদিন দেশে গণতন্ত্র না আসবে ততদিন বাংলাদেশ জাসদ তার আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। অলোচনা সভায় বক্তারা অবিলম্বে গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃস্টির দাবী জানান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাসদ নেতা টিপু সুলতান, সমিরন ঘরামী জাকির হোসেন, সুমি আক্তার, জিলন ফরাজি বক্তৃতা করেন। আলোচনা সভায় বক্তারা কর্নেল তাহেরের রুহের মাগফেরাত কামনা করেন।