3:31 pm , July 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জে এক পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে টাকা ও মালামাল লুট করা হয়েছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার খানপুরা এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পরিবারের চার সদস্যকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো-খানপুরা এলাকার সোহাগ সরদার (৩৬), তার স্ত্রী আসমা বেগম (৩০), কন্যা সোহানা (১২) ও ছেলে আরমান (৮)।
হাসপাতাল সুত্রে জানা গেছে, রাতে তারা ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে। পরে ঘরে থাকা ১ লাখ ২৫ হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে গেছে। বুধবার দুপুরের পরও ঘর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা সকলকে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেছে।
মহানগরীর এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, দুর্বৃত্তদের চিহিৃত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।