বরিশালকে ভিক্ষুক মুক্ত গড়তে ভ্যান গাড়িসহ উপকরণ বিতরণ বরিশালকে ভিক্ষুক মুক্ত গড়তে ভ্যান গাড়িসহ উপকরণ বিতরণ - ajkerparibartan.com
বরিশালকে ভিক্ষুক মুক্ত গড়তে ভ্যান গাড়িসহ উপকরণ বিতরণ

3:29 pm , July 19, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ভিক্ষাবৃত্তিকে না বলুন এই স্লোগান নিয়ে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ৬৭ জন নারী পুরুষ ভবঘুরে ভিক্ষুক ও দুঃস্থদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসাহিক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সার্কিট হাউজ প্রাঙ্গণে এসব বিতরন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক স্বপন কুমার মূখার্জী, উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ। পূর্নবাসিত ১৬ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১০ জনকে ছাগল, ১২ জনকে সেলাই মেশিন, ১০ জন চা বিক্রীর উপকরণ এবং ১২ জনকে মুদি দোকানের উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT