বিদ্যুৎ সাশ্রয়ঃ রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে অভিযান শুরু বিদ্যুৎ সাশ্রয়ঃ রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে অভিযান শুরু - ajkerparibartan.com
বিদ্যুৎ সাশ্রয়ঃ রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে অভিযান শুরু

3:24 pm , July 19, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা রাখার বিরুদ্ধে বরিশালে অভিযান শুরু হয়েছে। বরিশাল বিদ্যুৎ বিভাগ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার রাত ৮ টা থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে আজকের পরিবর্তনকে নিশ্চিত করেছেন দপ্তর দুটির প্রধান কর্মকর্তারা। তারা জানিয়েছেন রাত ৮ টার পর দোকান পাট ও আলোকসজ্জা বন্ধের বিষয়টি কঠোর ভাবে প্রতিপালন করা হবে। এ লক্ষ্যে নগরী ও নগরীর বাইরের জন্য একাধিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এ টি এম তরিকুল ইসলাম বলেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। এজন্য তাদের ২ টি ইউনিট থেকে দুটি টিম নগরীতে কাজ করবে। তিনি বলেন, এ বিষয়ে দোকানদারদের অবহিত করে মাইকিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে এ বিষয়টি সকলের কাছে পৌছে গেছে। তারপরও আজ (মঙ্গলবার) রাত ৮ টার পর থেকে দোকানপাট খোলা রেখে বিদ্যুৎ ব্যবহার করলে কোন ওয়ার্নিং নয় সাথে সাথে লাইন কেটে দেওয়া হবে। বরিশাল কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সহকারী উপ মহাপরিদর্শক (সাধারন) মোঃ আরিফুজ্জামান বলেন, রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধের বিষয়টি (মঙ্গলবার) থেকে কঠোর ভাবে কার্যকর হবে। এজন্য বরিশাল সিটি এলাকার জন্য ২ টি টিম এবং বরিশালের প্রত্যেক জেলার জন্য একটি করে মনিটরিং টিম গঠন করা হয়েছে। তিনি বলেন আমাদের মাত্র ৯ জন সদস্য রয়েছে। এই জনবল দিয়ে পুরো বিভাগ দেখতে হয়। তারপরও প্রতিদিন বরিশাল নগরীতে আমাদের ২ টি টিম কাজ করবে। এর সাথে প্রতিদিন বিভাগের অন্তত ২ টি জেলায় মনিটরিং টিম কাজ করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT