3:45 pm , July 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর জলাবদ্ধতা নিরসন, সকল খাল পুন.রুদ্ধার ও রাস্তা সংস্কারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে অনুষ্ঠিত বাসদের পথসভায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে নগরীর কাউনিয়া বিসিক প্রধান গেটের সামনে ওই পথসভা হয়।
বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী অভিযোগ করেন, পথসভা শুরুতে সন্ত্রাসীরা ব্যানার নিয়ে কাড়াকাড়ি শুরু করে। পথসভা করতে বাধা দিয়েছে। বাঁধা দানকারীদের সাথে বাসদ কর্মীদের ধাক্কাধাক্কি হয়েছে। কেন রাস্তার দাবিতে কর্মসূচি হচ্ছে- এটা নিয়ে বাসদের নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। একপর্যায়ে এলাকাবাসী ও বাসদ কর্মীদের প্রতিরোধের মুখে বাধাদানকারীরা স্থান ত্যাগ করার পর বিসিক এবং মড়কখোলার পোলে পথসভা করা হয়েছে।
অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাসদ ১নং ওয়ার্ড শাখার সংগঠক দুলাল মল্লিক। আরও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক সংগ্রাম পরিষদের ১নং ওয়ার্ড শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মনির হাওলাদার, ২৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মোকছেদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য লামিয়া সাইমুন প্রমূখ।