3:45 pm , July 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৮ নং ওয়ার্ড থেকে এক হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার বিকেলে এ অভিযান করা হয় বলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন। তিনি জানান, তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ একজন আটক করা হলেও পালিয়েছে একজন। আটক হয়েছে মুলাদীর কাজিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব সামুর ছেলে সানী (২২)। পালিয়েছে নগরীর ২৮ নং ওয়ার্ড শেরে বাংলা সড়কের ৭৫৬ নং বাড়ীর আব্দুল আজিজ খানের ছেলে রিয়াজ মাহমুদ (৪৭)।
সহকারী পরিচালক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা সড়কের তাহিরা ষ্টোরের সামনে অভিযানর করা হয়। এ সময় সানীকে আটক করা হলেও রিয়াজ পালিয়েছে। এ অভিযানের ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই জাফর বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা করেছে।