3:44 pm , July 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বিসিক পুকুর (বেঙ্গল বিস্কুট সংলগ্ন) লিজ নিয়ে বিপাকে পড়েছে ইজারাদার। করোনাকালীন সময়ে মাছ বিক্রি করতে না পারা এবং বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে যাওয়ার কারণে বেশিরভাগ মাছ বেহাত হয়ে গেছে। এছাড়াও করোনাকালীন সময়ে যেটুকু মাছ অবশিষ্ট ছিলো বাজারে তার তেমন একটা দাম পাওয়া যায়নি। এর উপরে রাতের আধারেও কিছু মাছ চোরেরা ধরে নিয়ে গেছে। এদিকে লিজের সময় শেষ হয়ে যাওয়ায় বিশাল লোকসানের মুখে পড়েছে ইজারাদার। ইজারাদারের দাবী বড়ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে। পুনরায় তাকে পুকুর লিজ দিলে কিছুটা হলেও ক্ষতিপুশিয়ে নিতে পারবে বলে এই প্রতিবেদককে জানান।