3:47 pm , July 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রদল নেতা ও বিএম কলেজের মশিউল আলম সেন্টুর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত ও পথচারীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। রোববার মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ। বক্তব্য রাখেন বিএম কলেজের সাবেক এজিএস আবু জাফর বাদল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন। সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু। সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুর সঞ্চালনা করেন। আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, নুরুল মোমেন কোটন,রফিকুল ইসলাম রফিক, রিয়াজ খান মিল্টন, যুগ্ম সম্পাদক রিয়াজ সিকদার, যুগ্ম সম্পাদক বাবুল খান, যুগ্ম সম্পাদক দীন ইসলাম ইকু, প্রচার সম্পাদক মোঃ আনিস, দপ্তর সম্পাদক আঃ রহিম প্রমুখ। পরে প্রধান অতিথি শতাধিক পথচারিদের মাঝে খাবার বিতরন করেন।