3:43 pm , July 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তর ও হাসপাতাল সংলগ্ন সামনের সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। রবিবার দুপুরে বরিশাল মেট্টোপলিটন ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নের্তৃত্ব দেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম। অভিযানে অন্তত ৩০ টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
ট্রাফিক বিভাগের পরিদর্শক মোঃ আবদুর রহিম বলেন হাসপাতাল চত্তর ও এর সামনের সড়ক অবৈধ দোকানপাট দখল করে রেখেছিলো এমন অভিযোগ ছিলো দীর্ঘ দিনের। গতকাল দুপুরে ট্রাফিক বিভাগ স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে কমপক্ষে ৩০ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তিনি অভিযানের পর হাসপাতালের ভিতরে ও বাইরে সড়ক দখল করে রাখা একটি দোকানপাটও ছিলো না। ভবিষ্যতে যেন কেউ এই অবৈধ কাজ না করে সে জন্য সকলকে সর্তক করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষনে রাখবো।