3:12 pm , July 16, 2022

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে গাঁজা বিক্রেতা ও সরবরাহকারী আটক হয়েছে। শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করেছে। আটককৃতরা হলো-দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার আব্দর রাজ্জাক আকনের ছেলে শাহাদাৎ হোসেন (২৭) ও মৃত হাছান আলী হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (২৪)। শনিবার ডিবির এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টায় বাহেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ইউনুস হাওলাদারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাঁজা সরবরাহকারী শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে।