2:53 pm , July 15, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সরাসরি হস্তক্ষেপ ও নির্দেশনায় সাংবাদিক জিয়া শাহীন ও বিসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লার পরিবারের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা পারিবারিকভাবে সমাধান করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ বিসিসির ২নং প্যানেল মেয়র ও ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লাকে সাথে নিয়ে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডস্থ জিয়া শাহীনের বাসভবনে যান। এসময় জিয়া শাহীন, তার স্ত্রী ও সন্তানদের সাথে কাউন্সিলর জাকির মোল্লা কথা বলে কুয়াকাটায় বসে সংঘটিত অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন। অত্যন্ত সৌহাদ্যপূর্ন পরিবেশে উভয় পক্ষ কথা বলেন এবং কাউন্সিলর জাকির মোল্লা তার পরিবারের হয়ে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে জিয়া শাহীন তা মেনে নেন। জিয়া শাহীনের বাসভবনে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ছাড়াও এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সদস্য বেলায়েত হাসান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ সাংবাদিক জিয়া শাহীন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কালিবাড়ী রোডস্থ বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাত করেন। মেয়র সাদিক আবদুল্লাহ কুয়াকাটায় জিয়া শাহীনের পরিবারের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেজন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে এঘটনার জন্য লজ্জিত। অনাকাঙ্খিত ওই ঘটনা কোন ভাবেই কাম্য ছিলোনা। মেয়র জিয়া শাহীন ও তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে পাশে থাকার কথা বলেন। এসময় জিয়া শাহীন ঘটনার রাতে ফোন দিয়ে খোঁজখবর নেয়ায় মেয়র সাদিক আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন উপস্থিত ছিলেন। এদিকে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লা এক বিবৃতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিছক ভুল বোঝাবুঝির কারনে সাংবাদিক জিয়া শাহীন ও তার পরিবারের সদস্যদের সংঘটিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, যে ঘটনা ঘটে গেছে তা কোনভাবেই কাম্য ছিলোনা। জাকির মোল্লা বলেন, ঘটনার রাতেও আমি আমার পরিবারের সদস্যদের হয়ে কুয়াকাটা বসে সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে দুঃখ প্রকাশ করেছি। এরপর বৃহস্পতিবার রাতে সাংবাদিক জিয়া শাহীনের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে পুনরায় দুঃখ প্রকাশ করেছি। আমি আশা করছি পূর্বে সংঘটিত অপ্রীতিকর ঘটনা মাননীয় মেয়র মহোদয়ের হস্তক্ষেপ ও নির্দেশনায় পারিবারিকভাবে সমাধান হয়েছে।