2:50 pm , July 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএনবাংলার রজত জয়ন্তী নগরীতে উসবমুখর পরিবেশে পালিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সকালে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সরকারী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ও এটিএনবাংলার বরিশাল প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ, সাংস্কৃতিক সংগঠন সমম্বনয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, গনসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহবায়ক আবদুর রশীদ নিলু ও টিইউসির বরিশাল জেলা সাধারন সম্পাদক একে আজাদ। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে এসে শেষ। এখানে এটিএনবাংলার রজতজয়ন্তীর কেক কাটা হয় । এটিএনবাংলার এই রজতজয়ন্তীর অনুষ্ঠানে বরিশালের সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষক সাংষ্কৃতিক জন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় ।