4:10 pm , July 14, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে সম্পত্তি আত্মসাতে ছোট ভাইকে মানসিক প্রতিবন্ধী বানানোর অভিযোগ পাওয়া গেছে। এ জন্য মঙ্গলবার রাতে ছোট ভাইকে মাদক নিরাময় কেন্দ্রে জোর করে ভর্তি করা হয়েছে। ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের মৃত মোশারেফ হাওলাদারের ছেলে সামুন হাওলাদার। গ্রামের বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের জমি রয়েছে। কিছুদিন পূর্বে একটি জমিতে দোকান নির্মান করা নিয়ে ভাই শহিদ হাওলাদারের সাথে বিরোধ হয়। এ নিয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে সালিশ বৈঠক করার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে মাদক নিরাময় কেন্দ্রের মাইক্রোবাস এসে সামুনকে জোর করে ধরে নিয়ে গেছে। কোন নিরাময় কেন্দ্রে নেয়া হয়েছে তা জানাচ্ছে ভাই শহিদ। এলাকাবাসীর ধারনা সম্পত্তি আত্মসাতের জন্য শহিদ হাওলাদার ভাই সামুনের ক্ষতি করার চেষ্টা করছে। তাকে মানসিক ভারসাম্যহীন করাসহ মেরে ফেলতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ।এ বিষয়ে শহিদ হাওলাদার বলেন, এলাকার কিছু খারাপ লোক এ অভিযোগ করেছে। কোন কেন্দ্রে ভর্তি করেছেন, সে বিষয়ে কোন তথ্য দিতে অস্বীকার করে বলেন, সামুন সারাদিন ঘুমিয়ে কাটায়। এছাড়াও বাড়িতে ভাংচুর করে। সে মাদকে আসক্ত বলে জানান শহিদ। কিন্তু এলাকাবাসী জানায়, সামুন কোন মাদকে আসক্ত নয়। সে ধুমপান ছাড়া অন্য কিছু সেবন করেন না। তাকে পাগল বানানোর জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করছে শহিদ।