3:10 pm , July 13, 2022

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহত মো: ওবায়দুল্লাহ এবছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। পুলিশ জানায়, ভোলা সদর উপজেলার ৮নং ওয়ার্ডর নয়া বাড়ির পিছনে সুপারি বাগান থেকে ওবায়দুল্লাহর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারনা করছে পুলিশ। নিহত ওবাইদুল্লাহ স্থানীয় পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
নিহতর নানা কাঞ্চন শিয়ালী ও চাচাতো ভাই মো: আলাউদ্দিন বলেন, তার সাথে তার খালাতো বোন এর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রায় ঐ বাড়িতে আসা যাওয়া ছিলো। এছাড়া নিহতর নানা নাতীকে জমিজমা লিখে দেয়ার কথা ছিলো। তবে কি ভাবে হত্যা হয়েছে বা কারা কেন করেছে তা কেউ স্পস্ট করে বলতে পারছে না।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তর জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। হত্যার ক্লু উদ্ধারে চেস্টা চলছে।