3:39 pm , July 7, 2022

রাকিবুল ইসলাম আহবায়ক, মো. এবায়েদুল হোসেন সদস্য সচিব
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বরিশাল উত্তর ও দক্ষিণ শাখার ইউনিট সমূহে আহবায়ক কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটিকে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন করেন। কমিটিতে মো. রাকিবুল হাসান খান রাকিবকে উপজেলা যুবদলের আহবায়ক, মো. রফিকুল ইসলাম রাফিলকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. এবায়দুল হোসেনকে সদস্য সচিব করে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করেন।