3:40 pm , July 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার পরিচালিত অভিযানে আটক হয় আরিফ ইমরান (৩০) ও আবুল কালাম খলিফা (৪৫)। ইমরান ব্যাপ্টিস্ট মিশন রোডের সরদার বাড়িড়র মৃত আনোয়ার হোসেনের ছেলে ও কালাম কাউনিয়া পিছনেরস্কুল কমিশনার গলি এলাকার মৃত মন্নান খলিফার ছেলে।
ডিবি জানিয়েছে নগরীর টাউন হলের বিপরীতে “উত্তরা ব্যাংক লিমিটেড” এর সামনে থেকে ইমরানকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কাগাশুরা থেকে কালামকে আটক করা হয়।