3:46 pm , July 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শুধু বরিশাল সিটি এলাকা নয় করোনা ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায়। শুধু ছড়িয়ে পড়া নয় একই সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল ৫ জুলাই বরিশাল বিভাগে ৭২ জন করোনা আক্রান্ত হয়েছে। যা চলমান চতুর্থ ঢেউয়ে বরিশাল বিভাগে সর্বোচ্চ। তবে এ দিন কারো মৃত্যু ঘটেনি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সকাল ৮ টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে মোট ৭২ জন করোনা আক্রান্ত হয়েছে। যার মধ্যে বরিশাল জেলায়ই প্রায় অর্ধেক। বরিশাল সিটি করপোরেশন এলাকা মিলিয়ে এ জেলায় ৩৫ জন,পিরোজপুর জেলায় ১৪ জন,ঝালকাঠিতে ১০ জন,ভোলায় ৮ জন,বরগুনায় ৩ জন এবং পটুয়াখালীতে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন করোনার চতুর্থ ঢেউ বরিশাল বিভাগের জন্য হুমকির বার্তা দিচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে বিভাগের প্রতিটি জেলায় এমনকি অধিকাংশ উপজেলায়ও করোনা রোগী সনাক্ত হচ্ছে। যা খুবই চিন্তার বিষয়। তিনি বলেন এখনই মানুষ স্বাস্থ্য বিধি না মানলে এবং টিকা গ্রহন না করলে ঈদ উল ফিতর নাগাত পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করতে পারে।