3:41 pm , July 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদুল আযহা উপলক্ষে বরিশাল বেতার তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করবে। ঈদের দিন সকাল ৬ টা ৪০ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’ প্রচার করবে। সকাল ৬ টা ৫০ মিনিটে কুরবানীর পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানোর কৌশল ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কথিকা প্রচার হবে। বিকেল ৪ টা ৫ মিনিটে গীতিনক্শা ‘কোরবানী দে কোরবানী দে’ ; বিকেল ৫ টা ১৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল আযহার তাৎপর্য ও শিক্ষা’; বিকেল ৫ টা ৪৫ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জারি গান; সন্ধ্যে সাড়ে ৬টায় আবৃত্তি অনুষ্ঠান ‘কুরবানী’; রাত ১০টায় গীতিনকশা ‘ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ’; রাত সাড়ে ১০ টায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ বেতার বিবরণী প্রচার হবে। ঈদের পরদিন সকাল ৮ টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘রংধনু’, সকাল ০৮ টা ৪০ মিনিটে কোরবানীর সময় পরিবেশ সুরক্ষায় করনীয় বিষয়ক কথিকা; সকাল ১০ টা ২০ মিনিটে গীতিনকশা ‘ত্যাগের সাধনায় ঈদ-উল আযাহা’ ; বিকেল সোয়া পাঁচটায় ছায়াছবির গান ‘রং বেরং’ ; বিকেল পৌনে ছয়টা জারি গান; সন্ধ্যে ৭টায় কুরবানীর পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথিকা; রাত সাড়ে ১০টায় ঘোষক/ঘোষিকাদের অংশগ্রহণে ঈদ আড্ডা হবে। ঈদের তৃতীয় দিনের সকাল ৮ টা ২০ মিনিটে গীতিনকশা ‘ত্যাগের মহিমায় ভাস্মর এই দিন’, সকাল ৯ টা ৪৫ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘ঝংকার’ ; সকাল ১০ টা ২০ মিনিটে ছায়াছবির গান ‘চিত্রালী’; বিকেল সোয়া চারটায় শ্রোতা ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ‘শ্রোতা আড্ডা’ হবে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ২৩৩.১০ মিটার(১২৮৭ কিলোহার্জ), এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।