3:39 pm , July 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মোটরসাইকেল সাইড না দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ঘণ্টা ব্যাপী নগরীর সিএন্ডবি রোড অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে নগরীর সিএন্ডবি রোডের কলেজ এভিনিউ তিন মাথা এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নিরব। জানা গেছে, দুপুর ২ টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে অটো গাড়িতে করে সিএন্ডবি রোডের কলেজ এভিনিউ তিন মাথা এলাকায় নিজের বাসায় দিকে রওয়ানা দেন নিরব। পথে গাড়ি থামিয়ে ভাড়া দেওয়ার সময় স্থানীয় কিছু ছেলের সাথে রাস্তায় অটো গাড়ি থামানো নিয়ে কথা কাটাকাটি হয় নিরবের। কথাকাটাকাটির একপর্যায়ে তারা নিরবকে মারধর করে। এর কিছুক্ষণ পর বখাটেরা আবার নিরবের মেসে গিয়ে তাকে মারধর করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানায় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। এতে ঘণ্টাব্যাপি বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলাম জানান, আমাদের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করা হয়। বিকাল ৪টা থেকে অবরোধ করেছিলাম। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ আশ্বাস দিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। যে কারণে সড়ক থেকে সরে গিয়েছি আমরা। তবে ১২ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রশাসনের সহযোগীতায় দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে আশা করি।কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময় যান চলাচল ব্যহত হয়েছে। তবে বর্তমানে সব কিছু স্বাভাবিক রয়েছে।