3:36 pm , July 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উল আযহার ছুটি শেষে বরিশালে যোগদান করবেন নব নিযুক্ত পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার। মঙ্গলবার দৈনিক আজকের পরিবর্তনকে এ কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন কোরবানীর দুই দিন পরে বরিশাল আসব। তবে তখন যোগদান করব না। পরে ঢাকায় ফিরে গিয়ে যোগদান করে পরিবার নিয়ে এক সাথে বরিশাল এসে দায়িত্বভার গ্রহন করব। আশা করছি কোরবানীর পর এক সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে বরিশালে আসতে পারব। প্রসঙ্গত গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক আদেশে তাকে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার হিসাবে বদলী করা হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স) হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি বরিশাল জেলা পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। বিসিএস ২০ ব্যাচের এই কর্মকর্তা সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।